Cricket
ডি ভিলিয়ার্সের লক্ষ্য বাংলাদেশ সিরিজ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published:
2017-06-26 14:01:08.0 BdST
আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যত চূড়ান্ত করতে আসছে অগাস্টে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনায় বসবেন এবি ডি ভিলিয়ার্স। তবে এই বিস্ফোরক ব্যাটসম্যানের আপাতত লক্ষ্য বাংলাদেশ সিরিজ।
গত জানুয়ারিতে ডি ভিলিয়ার্স বলেছিলেন, দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না তিনি। এবার জানালেন, বাংলাদেশের সফরের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে আপাতত বিশ্রামে থাকতে চান তিনি।
“আমি বাড়িতে পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাব। আমার সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে যাচ্ছি। আর অবশ্যই ফিট থাকতে চাইবো। আমি নিশ্চিত করতে চাই, সেপ্টেম্বরের জন্য প্রস্তুত থাকবো, যখন বাংলাদেশ আসবে।”
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট, ৬ অক্টোবর দ্বিতীয়টি।
সময়টা ইদানিং ভালো কাটছে না ডি ভিলিয়ার্সের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দল বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। ইংল্যান্ডের বিপক্ষে তার দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। ডি ভিলিয়ার্স ওয়ানডের নিয়মিত অধিনায়ক, টি-টোয়েন্টিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ফাফ দু প্লেসির অনুপস্থিতিতে
ইংল্যান্ডের কাছে রোববার কার্ডিফে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর ডি ভিলিয়ার্স বলেন তার পরিকল্পনা নিয়ে। ইংল্যান্ডেই ২০১৯ সালে হতে যাওয়া বিশ্বকাপের শিরোপা জিততে চান তিনি। তবে তার এই স্বপ্ন কোন পথে যাবে তা নির্ভর করছে সিএসএর সঙ্গে তার আলোচনার ওপর।
“আমার প্রধান স্বপ্ন দক্ষিণ আফ্রিকার জন্য বিশ্বকাপ জেতা বা কোনো না কোনোভাবে এর অংশ হওয়া। … আমি কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা এই ধরনের ব্যাপারগুলোর জন্য অপেক্ষা করবো। কোথায় আমি মানানসই হবো তা দেখার জন্য এরপর আমি সিএসএর সঙ্গে কথা বলবো।”
গত বছর জানুয়ারিতে সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ডি ভিলিয়ার্স। কনুইয়ের চোটের জন্য অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি, দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হয়নি। অ্যাঞ্জেলো ম্যাথিউসদের বিপক্ষে সিরিজের আগে টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন ডি ভিলিয়ার্স
No comments